04/19/2025 ডেঙ্গুর প্রকোপ বেড়েছে গত ২৪ ঘন্টায় ২৪ জন হাসপাতালে
odhikarpatra
১৩ জুন ২০২২ ০৪:০৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ভর্তি হয়েছেন। রবিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪ জনের মধ্যে ২৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একজন। সপ্তাহের প্রথম কার্য দিবসে শেয়ারবাজারে দরপতন সপ্তাহের প্রথম কার্য দিবসে শেয়ারবাজারে দরপতন বুলেটিনে আরও বলা হয়েছে, নতুন ২৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। তাদের মধ্যে ৮১ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে রয়েছেন চারজন