04/20/2025 সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে চারজন নিহত
odhikarpatra
১৬ জুন ২০২২ ০৮:১১
বুধবার (১৫ জুন) দুপুরে নগরীর সরাইপাড়া এলাকার কলকা ফিলিং স্টেশনের সামনে এবং লোহাগাড়ার পুটিবিলা এলাকায় পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সরাইপাড়া কলকা ফিলিং স্টেশনের সামনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর।
এদিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, থানার পুটিবিলা এলাকায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন ৫ জন। নিহতরা হলেন- পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লা বর পাড়ার আবুল হাশেমের ছেলে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাওহীদ (১৯) ও আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা মাঝির পাড়ার রিদওয়ানুল হকের মেয়ে মরিয়ম জান্নাত ফারিহা (৮)। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী জিসান সহ ৫ জন গুরুতর আহত হন। ডাম্পার ট্রাক চালককে আটক করা হয়েছে।