04/20/2025 শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে
odhikarpatra
২১ জুন ২০২২ ০০:৫৩
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ৯টা ৫মিনিটে (গ্রিনিচ মান সময় ০১০৫ টা) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
তাইপে’তে অবস্থান করা এএফপি’র এক প্রতিবেদক ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান এবং স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়।
এক যাত্রী জানান, এ ভূমিকম্পের সময় তাইপে মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাতের প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর ভূমিকম্প কেন্দ্রের প্রধান চেন কু-চাং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ ভূমিকম্প আঘাত হানা এই এলাকায় ১৯৯০ সালের পর কেবলমাত্র দুইবার রিখটার স্কেলে ৬.০ মাত্রার ওপর এবং একবার ৬.০’র কাছাকাছি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।’
তিনি জানান, আবহাওয়া ব্যুরো আগামী দুই দিনের মধ্যে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ওপরে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।
দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে তাইওয়ানের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে।