04/19/2025 সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ০১ বাংলাদেশি নিহত
odhikarpatra
২১ জুন ২০২২ ০৬:৩১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে। মাকসুদুরের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাকসুদুর তার সহকর্মীদের সঙ্গে ট্যাক্সিক্যাবে করে কাজে যাচ্ছিলেন। সন্ধ্যায় নাজরান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদুর নিহত হন। এ সময় তার পাঁচ সহকর্মী আহত হন। পরে পুলিশ এসে মাকসুদুরের লাশ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।