04/20/2025 মালয়েশিয়ায় নতুন করে ২ হাজার ৯৩ জন করোনায় আক্রান্ত
odhikarpatra
২২ জুন ২০২২ ০৬:৩৮
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, করোনা সংক্রমণে আরো তিনজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩৫ এ।
মন্ত্রণালয় বলছে, আরো দুই হাজার ৮২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৮১ হাজার ১৮ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ২৫ হাজার ৯৫২ জন। এদের মধ্যে ২৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।
মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৮ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে। দুটি ডোজ পেয়েছে ৮৩.৩ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুষ্টার ডোজ নিয়েছে।