04/19/2025 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলো
odhikarpatra
২৪ জুন ২০২২ ০৮:০২
আজ বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়। এতথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের ষ্টেশন ম্যানেজার মো. হাফিজ আহমদ। তিনি জানান, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই। বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দু’টি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে সন্ধ্যা পর্যন্ত একাধিক ফ্লাইটও আসা যাওয়া করেছে। এখন থেকে নিয়মিত সকল ফ্লাইট চলবে বলে বিমানবন্দর সুত্র জানায়।
এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা করে কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।