03/15/2025 তৃতীয় লিঙ্গের ফুটবলার জার্মানির পুরুষ-মহিলা উভয় দলেই খেলতে পারবে
odhikarpatra
২৫ জুন ২০২২ ০৮:১৩
এক বিজ্ঞপ্তিতে ডিএফবি জানায়,‘এই রেজুলেশনের ভিত্তিতে পেশাদার বা অপেশাদার ফুটবলে বৈচিত্র্যপুর্ন বা তৃতীয় লিঙ্গের মানুষ ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারবে তারা পুরুষ দলে খেলবে নাকি নারী দলে।
এই নিয়ম লিঙ্গান্তরিতদের ক্ষেত্রেও প্রয়োজ্য হবে। এখন তারা পছন্দের দলে যেতে পারবে অথবা আগের দলে থাকতে পারবে।