04/20/2025 নরওয়ের রাজধানী অসলোয় গোলাগুলি ২ জন নিহত
odhikarpatra
২৬ জুন ২০২২ ০৭:২৯
নরওয়ের পুলিশ শনিবার এ কথা জানায়।
একটি নাইটক্লাবে এ গোলাগুলি হয় উল্লেখ করে পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গোলাগুলিতে দু’জন নিশ্চিত প্রাণ হারিয়েছে। আরো কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অসলোর কেন্দ্রস্থলে লন্ডন পাব গে ক্লাবের কাছে এ ঘটনা ঘটে।
এনআরকে রেডিও পুলিশের কর্মকর্তা টোরে বার্সটাডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মোট ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে তিনজন মারাত্মক আহত।