04/20/2025 ১৭ জনের মৃতদেহ উদ্ধার
odhikarpatra
২৭ জুন ২০২২ ০২:৩৭
জোহানেসবার্গ : দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের উপকন্ঠে একটি নাইটক্লাব থেকে রবিবার অন্তত ১৭ জনের মৃত উদ্ধার করা হয়েছে। পুলিশ এ কথা জানায়।
প্রাদেশিক পুলিশ প্রধান ব্রিগেডিয়ার থেমবিনকোসি কিনানা এএফপিকে বলেন, ‘আমরা একটি রিপোর্ট পেয়েছি যে সিনারি পার্কে একটি স্থানীয় বারে অন্তত ১৭ ব্যক্তিকে মৃত পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে আমরা এখনো বিষয়টি তদন্ত করছি।’