স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডনের হার্কেন্স হাউজ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানটির আয়োজন করে ‘গণজাগরণ মঞ্চ, যুক্তরাজ্য শাখা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একুশে গানের রচয়িতা ও ভাষাসৈনিক আব্দুল গাফফার চৌধুরীর নাম থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
শারমিন জান্নাত ও সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্যে গণজাগরণ মঞ্চ সৃষ্টির স্মৃতিচারণ করে বক্তব্য দেন- লোকমান হোসেইন, মেফতা ইসলাম , ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদুল্লাহ, যুক্তরাজ্য জাসদের ভাইস প্রেসিডেন্ট মজিবুল হক মনি, স্মৃতি আজাদ, জাতীয় নারী জোট যুক্তরাজ্য শাখার রুবি হক, নাট্যব্যক্তিত্ব গোলাম কবির, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মেম্বার্স সেক্রেটারি আনিসুর রহমান আনিস এবং যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের কো-অর্ডিনেটর কামরুল হাসান তুষার।
অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাতে নিহত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টসহ সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং একমিনিট নীরবতা পালন করা হয়।