05/06/2025 পদ্মা সেতুর বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের আনন্দ শোভাযাত্রা
odhikarpatra
২৯ জুন ২০২২ ০৬:০৯
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের আনন্দ শোভাযাত্রা।
স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়ন ও উদ্বোধনকে বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের সাংবাদিক সমাজ।
রং বেরংয়ের বেলুন, ফেস্টুন, ব্যান্ড পার্টি, ব্যানার নিয়ে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আব্দুল গনি রোড থেকে জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জিরো পয়েন্টে দাঁড়িয়ে রং বেরং এর শতাধিক বেলুন উড়ানো হয়। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ দূতাবাস নয়াদিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া। শোভাযাত্রায় জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সাব-এডিটর কাউন্সিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরাম, বরিশাল বিভাগ সাংবাদিক ইউনিয়ন, জয় বাংলা সাংবাদিক মঞ্চ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।