05/10/2025 কোনরূপে সে বিরাজ করে
odhikarpatra
৩ জুলাই ২০২২ ১১:২৩
গোলাম সারওয়ার মামুন
উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
------------------------------------------------------------
আপন ঘরে বসত করে
খুঁজবি তাঁরে কোন সুদূরে
চক্ষু বুঝে দমের ঘরে
করনা তালাশ দেখবি তারে।
দেখলে তাহার রূপ নেহারি
জ্বরা,দুঃখ যাবে ছাড়ি
প্রেমভক্ততি হৃদয়ে রাখি
যে নামেই ডাকবি সাড়া মেলে।
হলে প্রেমো আলিঙ্গন
এই ধরাতেই মহামিলন
ঐ পাড়েতে দেখতে স্বরূপ
এ পাড়েই তারা পরিচয় মেলে।
দেখতে তাহার রূপ ছুঁড়তো,
অবিকল তোমারি মতো
তোমার সাথে করছে খেলা
আপন মনে অবিরত।
মানুষ গুরুর সঙ্গনিলে
দেখতে পারবি নিজ নয়নে
আপন চক্ষুর সম্মুখ পানে
গুরু রূপে সাঁই বিরজ করে।
( স্বরচিত)