04/19/2025 সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে খালা ও ভাগ্নি নিহত
odhikarpatra
১৩ জুলাই ২০২২ ০৬:৩১
নিহতরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি (৫)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মোহাম্মদ নবীন জানান, জামালপুর থেকে সিএনজি যোগে মৌসুমীরা ঢাকার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস ওই সিএনজিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই রিয়া নামে পাঁচবছরের শিশু নিহত হয়। মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় সিএনজির আরও দুইজন আহত হয়েছেন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।