04/30/2025 সারাদেশে নতুন ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
odhikarpatra
১৫ জুলাই ২০২২ ০৭:৫৮
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪১ জন ভর্তি হয়েছে। তবে ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী ভর্তি ১০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫৭৯ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৯৯ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।