04/19/2025 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে চায় কোহলিন নেতৃত্বাধীন ভারত
Admin 1
২১ জুন ২০১৭ ১৮:২২
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। পোর্ট অব স্পেনে শুক্রবার প্রথম ম্যাচ দিয়ে ওযানডে সিরিজ শুরু করবে দুই দল।
ইংল্যান্ড এন্ড ওয়েলসে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলটি। অবশ্য টুর্নামেন্ট ফাইনালে চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তস্ট থাকতে হয়েছে ভারতকে। তথাপি ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের বড় ঝুকিতে থাকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থেকেই সিরিজ শুরু করবে উপমহাদেশের দলটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে কেবলমাত্র ওপেসনার রোহিত শর্মা ও পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়ে ক্যারিবিয় সফরের দল গঠন করেছে ভারতীয় নির্বাচকরা। সিমিত ওভারের এ সিরিজের জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান রিসাব পান্ট ও বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্টান্ড বাই থাকা পাঁচ জণের মধ্যে অবশ্য ছিলেন এ দুজন।
এই মুহূর্তে ভারতীয় দল ফর্মে আছে তাতে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যরিবিয় দলটিকে নিশ্চিত কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।
সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। এন্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনরুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ ম্যাচ। জ্যামাইকার কিংস্টন ওভালের সাবিনা পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ও এক মাত্র টি-২০ ম্যাচটি।
দুই দলের মধ্যে সর্বশেষ পাঁচ ওয়ানে সিরিজ:
২০১৪: নিজ দেশের বোর্ডের সঙ্গে দেনা-পাওনা নিয়ে সমস্যার কারণে সফর বাতিল করার আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।
২০১৩: নিজ মাঠে তিন ম্যাচের সিরিজে ভারতের ২-১ ব্যবধানে জয়
২০১১: নিজ মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ৪-১ ব্যবধানে জয়।
২০১১: সফরকারী দল হিসেবে পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ৩-২ ব্যবধানে জয়।
২০০৯: চার ম্যাচের এ্যাওয়ে সিরিজের ভারত ২-১ ব্যবধানে জয় করে। বৃস্টির কারণে সেন্ট লুসিয়ার শেষ ম্যাচ পরিত্যক্ত হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরমেন্স( ২০১৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পােিরনি দলটি)।
ম্যাচ: ৮
জয়: ৫
পরাজয়: ৩
এক্স ফ্যাক্টর:
মোহাম্মদ সামি: বর্তমান সময়ের ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটে ৩৫০ রানও নিরাপদ নয়। সেখানে মোহাম্মদ সামির উইকেট শিকারের ক্ষমতা ভারতীয় দরকে অনেক এগিয়ে রাখবে। দীর্ঘ আট মাসের ইনজুরি কাটিয়ে ওয়ানডে ক্রিকেটে ফেরা সামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচ খেলার সুযোগ না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী অনুশীলন ম্যাচে তিন উইকেট শিকার করেছেন।
ওয়ানডে ক্রিকেটে দ্রুত ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে চার ম্যাচে মাত্র ১৩ শিকার দরকার ২৬ বছর বয়সী সামির। এ পর্যন্ত গড়ে প্রতি ম্যাচে প্রায় ২ উইকেট শিকার করা সামির উপড় আস্থা রেখেছেন নির্বাচকরা। সিমিত ওভারের ক্রিকেটে এ মাইলফক স্পর্শের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফর একটি আদর্শ সুযোগ হবে সামির জন্য।