04/30/2025 গাজায়' সামরিক লক্ষ্যস্থলে ইসরাইলি হামলা
odhikarpatra
১৭ জুলাই ২০২২ ০৫:৩১
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ যুদ্ধ বিমানগুলি কেন্দ্রীয় গাজা উপত্যকার জঙ্গি সংগঠন হামাসের একটি সামরিক স্থানে আঘাত হেনেছে।’ লক্ষ্যস্থলটিকে ভূখন্ডের ‘অন্যতম তাৎপর্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করে বিবৃতিতে বলা হয়েছে যে, “সামরিক সাইটটি একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স নিয়ে গঠিত, যেখানে রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল রাখা হতো।” গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখন্ডে হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানোর উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, “এই সাইটে হামলা হামাসের সশস্ত্র শক্তির সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ ও দুর্বল করবে।” সামরিক বাহিনী বলেছে, রাতে ইসরায়েলি ভূখন্ডের দিকে লক্ষ্য করে পৃথক দুটি রকেট নিক্ষিপ্ত হয়েছে। রাতের বেলার এ রকেট হামলায় আশকেলন নগরীসহ ইসরায়েলের দক্ষিণের কোনো কোনো অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।