04/20/2025 সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে তিনজন নিহত
odhikarpatra
১৭ জুলাই ২০২২ ০৬:১৭
আজ শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক জেলার নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের কাচা মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৫), বেতাপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫৫) ও একই গ্রামের কচি মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৪) নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক রব্বান মিয়া, অটোরিকশার দুইযাত্রী- বকুল বেগম জাবেদ মিয়া নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি-অটারিকশার আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।