04/25/2025 কোভিডে মালয়েশিয়ায় নতুন আক্রান্ত ৫,০৪৭ জন
odhikarpatra
১৮ জুলাই ২০২২ ০৯:৩৪
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে ৫,০৪৪টি স্থানীয় ও বহিরাগত তিনটি নতুন সংক্রমণের কথা জানা গেছে। চারটি নতুন মৃত্যুর খবরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,৮৪৮।
৩,৭৭০ টি নতুন নিরাময়ের খবরে মোট আরোগ্য লাভের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৪০,৭১৬। ৪২,৪৮১জন চলমান আক্রান্ত রয়েছে, যাদের ৬০ জনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং এদের মধ্যে ৩৪ জনের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হচ্ছে।