04/20/2025 দেশে নতুন ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
odhikarpatra
২০ জুলাই ২০২২ ০৮:০০
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৩ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন এবং অন্যান্য বিভাগে ৫৪ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৮৪০ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৫৭৩ জন এবং ঢাকার বাইরে ২৬৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৬১১ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪০১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ২১০ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।