04/25/2025 পশ্চিমাবিশ্বকে অবশ্যই রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে : পুতিন
odhikarpatra
২১ জুলাই ২০২২ ০৯:২৯
ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার পর তেহরানে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি সহজ করবো। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির জন্য আকাশ পথে সরবরাহ সংশ্লিষ্ট সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়ে।
পুতিন বলেন, ‘আপনারা জানেন আমেরিকানরা বিশ্ব বাজারে রাশিয়ার সার সরবরাহের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া অপরিহার্য ছিল।’
তিনি আরও বলেন, ‘যদি তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারের উন্নতি দেখতে চায়, তাহলে আমি আশা করি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য সরবরাহ নিয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে জাতিসংঘ বলেছে, এ যুদ্ধের কারণে আফ্রিকার দেশগুলো ‘নজিরবিহীন’ সংকটের মুখে পড়েছে।