এবার ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। কয়েক মাস আগে নরডিক দেশগুলোতে নিজের সফরের কথা বরতে গিয়ে তিনি বলেন, “নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানাই। তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, বাংলাদেশের ভাষা-সাহিত্য-সংস্কৃতি, স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি।
“তিনি শহীদ দিবস সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। আমি তখন তাকে বলি, আপনি ২০ ফেব্রুয়ারি আসেন। তাহলে রাতে ১২ টা ১ মিনিটের দৃশ্যটাও দেখতে পাবেন। তিনি আসছেন, রাতের বেলা তিনি সেখানে যাবেন।” বাঙালির ভাষা অধিকার আদায়ের দিন ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইউনেস্কোর উদ্যোগে তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন একটা রোল মডেল, জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীতেও বাংলাদেশ মডেল হয়ে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, চীন, ফ্রান্সসহ আরও অনেক দেশে বাংলা শেখার প্রতি আগ্রহ তৈরি হয়েছে এবং বেড়েছে।” জিডিপি প্রবৃদ্ধির নিরিখেও বাংলাদেশ এখন বিশ্বে আলোচিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
“অনেক উন্নত দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা আমাদের উন্নয়নের কথা, শিক্ষায় লৈঙ্গিক সমতার গল্প শুনতে চায়। আমি দেখেছি, তারা প্রধানমন্ত্রীকে বলেন, কীভাবে এটা সম্ভব করলেন?”