05/10/2025 শুক্লাদিকে হারিয়ে শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত
অধিকার পত্র ডেস্ক
২২ জুলাই ২০২২ ১৯:২৫
কাছের মানুষকে হারালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় শোকাচ্ছন্ন হয়ে একটি পোস্ট করেছেন।
অভিনেত্রী ঋতুপর্ণা লিখেছেন, আমার বড় আপনজন পরিবারের একজন চলে গেলেন... আমি শোকস্তব্ধ... তোমার ভালোবাসা, আদর আর রান্না আমার সারাজীবনের পুঁজি হয়ে থাকবে...। লাভ ইউ শুক্লাদি। আমি সব সময়ে তোমায় মিস করব। আমার সমবেদনা রইল দীপ, রিমলি ও তোমার গোটা পরিবারের জন্য। তোমরা বড় ভালো...অনেক আশীর্বাদ করো আমাদের শুক্লা দি... তুমি ভালো থেকো। তোমায় আমাদের খুব মনে পড়বে।
অভিনেত্রী ঋতুপর্ণার এই শুক্লাদি শুক্লা মুখোপাধ্যায় যিনি কিচেন ক্যুইন নামে পরিচিত ছিলেন।