04/21/2025 ঈদে মুক্তি পাচ্ছে ‘নবাব’ ও ‘বস ২ ’
Admin 1
২২ জুন ২০১৭ ১৬:২৮
অবশেষে ঈদেই মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’ ও ‘বস ২’। গতকাল বুধবার এই সিনেমা দুটি কোনো ধরনের কাটাকুটি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। সপ্তাহ দুয়েক আগে অন্তর্জাল দুনিয়ায় ট্রেলার ও গান প্রকাশের পর থেকে ‘নবাব’ ও ‘বস ২’ নিয়ে দর্শকদের আগ্রহ দেখা দেয়। হঠাৎ চলচ্চিত্রের ১৪টি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে ছবি দুটির সেন্সর ছাড়পত্র বন্ধ করতে আন্দোলনে নামে। তাদের দাবি ছিল, ‘নবাব’ ও ‘বস ২’ সিনেমা দুটি যৌথ প্রযোজনার নিয়মনীতি না মেনেই বানানো হয়েছে।
এ কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে শিল্পী ও কলাকুশলীদের একটা অংশ এফডিসির সামনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সেন্সর বোর্ডের সামনেও অবস্থান নেয়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে আন্দোলনকারীদের হতাশ হতে হয়। সেন্সর বোর্ড থেকে জানানো হয়, শাকিব খানের ‘নবাব’ ও নুসরাত ফারিয়ার ‘বস ২’ সিনেমা দুটি ছাড়পত্র পেয়েছে। এতে সিনেমা দুটি ঈদে মুক্তির ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘বস ২’ সিনেমা যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আবদুল আজিজ। বাংলাদেশের নুসরাত ফারিয়া ছাড়াও এই সিনেমার অন্য দুই অভিনয়শিল্পী হলেন ভারতের কলকাতার জিৎ ও শুভশ্রী।
অন্যদিকে শাকিব খানের ‘নবাব’ সিনেমার পরিচালক জয়দীপ মুখার্জি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জিসহ আরও অনেকে।