10/28/2025 সেপটিক ট্যাংক বিস্ফোরণে ফেনীতে ৩ ভাই নিহত
odhikarpatra
২৭ July ২০২২ ০২:৪৮
শহরের নাজির রোডে রহুল আমিন ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. আসিফ ইকবাল জানান, হাসপাতালে তিন ক্ষত-বিক্ষত ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভবনের নিচতলাসহ দ্বিতীয়তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় স্থল থেকে দুইজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়, পরে তারা মারা যায়। একই সময় ফায়ারসার্ভিস কর্মীরা ট্যাংকির ভেতর থেকে মৃত অবস্থায় অপর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।