04/20/2025 পীরগঞ্জে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে মহিলা ও শিশুসহ নিহত ১৬
Admin 1
২৪ জুন ২০১৭ ১২:২৬
পীরগঞ্জের কলাবাগান শুকানচৌকি বাজার এলাকায় আজ ভোরে রংপুর-ঢাকা মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে ১৬জন নিহত হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত নামা এক নারীসহ ৩জন মহিলা, ১জন শিশু রয়েছে।
আজ শনিবার ভোর রাত পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজুর রহমান ও কলাবাগান বাজারের কাপড় ব্যবসায়ী লুৎফর রহমান জানান, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ৩০/৩২ জন গার্মেন্টস শ্রমিক ঈদের ছুটিতে বাড়ি ফিরতে চন্দ্রার মোড় থেকে ফ্রেশ কোম্পানির সিমেন্ট ভর্তি রংপুর ট ১১-০৩২৮ নম্বরের ট্রাকে উঠে। যাত্রী ও সিমেন্ট ভর্তি ট্রাকের চালক পীরগঞ্জ উপজেলার কলাবাগান নামক স্থানে ভোর রাত পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় ট্রাকটি উল্টে গিয়ে অর্ধেক মহাসড়কে অর্ধেক খাদে পড়ে যায়। এতে ট্রাকের সিমেন্টের বস্তায় চাপা পড়ে অধিকাংশ যাত্রী। এ সময় একই পরিবারের ৪জনসহ ১১ জন ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনা কবলিত মানুষের আর্তচিৎকারে মসজিদ থেকে বাড়ি ফেরা মুসল্লি, বাজারের ঘুমন্ত ব্যবসায়ী ও মহাসড়কে আটকে পড়া অন্যান্য যানবাহনের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। এর কিছুক্ষণ পরেই মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। এ সময় আহত অবস্থায় ২০/২২ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হাসপাতালে ৫জনের মৃত্যু হয়। নিহতরা সকলেই লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং গার্মেন্টস শ্রমিক। এ ঘটনায় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড়ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলো- খলিলুর রহমান (৪০), সাধনা আকতার (২৮) কহিনুর বেগম (৪০), শহিদুল ইসলাম (১৮) মজনু মিয়া (৩৫) আলমগীর হোসেন (৪০), দেলয়ার হোসেন (৩৩), সাদ্দাম হোসেন (২৮) মনির (৩০), রফিকুল ইসলাম (৩২), আনিছুজ্জামান (৩৫), জসিম উদ্দিন (৩৩), আজিজুর রহমান (৩০), রবিউল ইসলাম (৩৫), নকিদা আকতার (১০)।
এ ছাড়াও অজ্ঞাত নামা এক নারীর মৃত্যু হয়। রংপুর জোনের হাইওয়ে ফাঁড়ি পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার বিরেন্দ্র চন্দ্র মহাপাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।