04/20/2025 সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়িতে দু’জন নিহত
odhikarpatra
২৪ আগস্ট ২০২২ ০৪:১৭
আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকরমাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ রাজু (৩৫) এবং আবদুল কাদেরের ছেলে মোহাম্মমদ ইলিয়াছ (৩৭)।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম জানান, আজ মঙ্গলবার সকালে কাঠ বোঝাই ট্রাক মহালছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে সিন্দুকছড়ি বাজারের পর তৈকরমা পাড়া এলাকায় উল্টে যায়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোহাম্মদ রাজু ও মোহাম্মমদ ইলিয়াকে মৃত ঘোষনা করেন। বাকিরা চিকিসাধীন আছেন।
তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।