04/20/2025 সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১৮০ রোগী হাসপাতালে ভর্তি
odhikarpatra
২৬ আগস্ট ২০২২ ০৮:৩৫
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৪৬ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ হাজার ১১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৪ হাজার ২২৩ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ৮৯৪ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৪ হাজার ৫২৬ জন। এরমধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৭৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮৯৪ জন।