10/28/2025 সারা দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ২০১ রোগী হাসপাতালে ভর্তি
odhikarpatra
৩০ August ২০২২ ০৬:০৪
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৫২ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৪ হাজার ৬৯২ জন। ঢাকার বাইরে ১ হাজার ১ জন। অন্যদিকে সুস্থ্য হয়ে ছাড়প্রাপ্ত পাওয়া রোগী ছিল ৫ হাজার ৫ জন। এর মধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত পাওয়া রোগী ৪ হাজার ১৩২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮৭৩ জন।