05/03/2025 সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত
odhikarpatra
৩০ আগস্ট ২০২২ ০৯:২০
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও একই উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩৩)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন জানিয়েছেন,তরিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে জেলার কোটালীপাড়া উপজেলা থেকে গোলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে গোলাবাড়িয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তরিকুল ইসলাম নিহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুরুতর আহত অপূর্ব রায়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।