04/21/2025 নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খান
odhikarpatra
৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:০১
প্রায় দুই দশক পলাতক থাকার পর দেশে ফিরে আজ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে এক সময়ের নারায়ণগঞ্জ জেলার আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী জাকির খান। দুপুরে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। তিনি জানান-এক সময়কার নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নানা কারনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত নাম জাকির খান। তার নামে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে শনিবার ভোরে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। জাকির খান এক সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেন।