04/20/2025 গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু
odhikarpatra
৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৯
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২৫ জন। শনাক্তের হার ৭ দশমিক ১১ শতাংশ।