04/20/2025 ইসির অধীনেই নির্বাচন, সরকার সহায়ক
Admin 1
২৭ জুন ২০১৭ ১৬:৫৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবেন এবং ওই সময়ে শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।
ঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে গোমতি সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা -এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, প্রত্যেকেই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের এমপি মো. আমির হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সওজ বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।