10/27/2025 দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন, নতুন ৩১৩ জন
odhikarpatra
৭ September ২০২২ ০৫:৪৭
শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪৫ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৯ শতাংশ।