05/02/2025 পুতিনের বৃহৎ সামরিক মহড়ায় অংশগ্রহণ
odhikarpatra
৭ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪২
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সংবাদ সংস্থাসমূহকে এ খবর জানান।
পেসকভের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো আরো জানায়, পুতিন সার্জিভস্কি সেনা ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগো ও সামরিক প্রধান ভেলেরি গেরাসিমভের সঙ্গে বৈঠক শেষে মহড়ার শেষ পর্বপর্যবেক্ষণ করতে পারেন।