04/22/2025 রানি এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত
odhikarpatra
১০ সেপ্টেম্বর ২০২২ ০৪:০২
তবে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের (আজ) খেলা স্থগিত ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবির পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। শুক্রবারের বাকি সব খেলাও স্থগিত। শনিবার থেকে খেলা হবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।’
গত বছর অক্টোবর থেকেই শরীর ভাল যাচ্ছিলো না রানি দ্বিতীয় এলিজাবেথ। ভালভাবে হাঁটা চলাও করতে পারছিলেন না তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন রানি।
এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, ‘বৃহস্পতিবার দুপুরে বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি।’
মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি এলিজাবেথ। সিংহাসনে বসার পর ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তিনি।
রানির মৃত্যুতে পুরো ইংল্যান্ড জুড়েই জাতীয় শোক বিরাজ করছে। আজ স্কটল্যান্ড থেকে লন্ডনে নিয়ে আসা হবে রানির মরদেহ।