04/22/2025 বিশ্বকাপের একমাস আগেই ৫ লাখের বেশি টিকিট শেষ
odhikarpatra
১৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৩
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সব বয়সী এবং সব ধরনের ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপ শুরুর একমাস আগেই ৫ লাখ টিকেট বিক্রি হয়ে গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। আসন্ন বিশ^কাপে ১৬টি দেশ অংশ নিবে। দলগুলোর সেরা খেলোয়াড়দের দেখতে ৮২টি দেশের ভক্তরা ইতোমধ্যে টিকিট কিনেছে। ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার আইসিসির ইভেন্টে স্টেডিয়াম থাকবে পরিপূর্ণ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐ আসরের ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৮৬, ১৭৪ দর্শক মাঠে ছিলো। পরিবারের কথা চিন্তা করে শিশুদেরই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের সবগুলো ম্যাচের জন্য শিশুদের টিকিটের দাম ছিলো ৫ ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার থেকে শুরু হয় টিকিটের মূল্য। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে এমসিজিতে ২৩ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচের সব টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে। তাই সমর্থকদের কথা চিন্তা করে অতিরিক্ত স্ট্যান্ডিং টিকিট ছাড়লে সেটাও সাথে-সাথে বিক্রি হয়ে যায়।