04/20/2025 ই-কার্ডের সময় বৃদ্ধি করতে এমপ্লয়ারদের আবেদন
shahidul Islam
১ জুলাই ২০১৭ ২৩:৩৬
নিজস্ব প্রতিবেতক : দি মাস্টার বিল্ডার্স এসোসিয়েশন মালয়েশিয়া (এম বি এ এম) সরকারের নিকট ই কার্ড করার সময় ১৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করেছে। এসোসিয়েশন বলেছে বিদ্যমান সমস্যার সমাধান এবং ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজ ও দ্রত ইকার্ড করতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে।
তারা আশাকরে ইকার্ড করার প্রক্রিয়া সহজ করা হলে নিয়োগকর্তারা অবৈধ কর্মীদের ইকার্ড করতে উদ্বুদ্ধ হবে। উল্লেখ্য ই-কার্ড করার ক্ষেত্রে নিয়োগকর্তাকে কর্মীদের নিয়ে ইমিগ্রেশনে যেতে হয় তখন কোম্পানির আয় ব্যয় সহ যাবতিয় তথ্য দিতে হয়। এছাড়া ইমিগ্রেশনের ধীরগতির কারণে নিয়োগকর্তারা ই-কার্ড করতে উৎসাহি হয় নি।
বরং দীর্ঘদিনের কর্মী নিয়োগে এজেন্ট বা মিডলম্যান পদ্ধতি অনুসরণ করে এজেন্টের দারস্থ হয়েছে। ফলে এজেন্টরা ই-কার্ড করার জন্য অর্থ আদায় করেছে। অনেক মমালিক কর্মীর এ বিষয়ে খবর রাখেনি। অনেক কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, তারা ই-কার্ড করার জন্য ৫শ থেকে ১ হাজার রিঙ্গিত দিয়েছে। আবার নকল ইকার্ডও ইমিগ্রেশন পুলিশ উদ্ধার করেছে।