04/19/2025 চিলিকে হারিয়ে জার্মানির শিরোপা জয়
shahidul Islam
৩ জুলাই ২০১৭ ১১:৩৫
প্রথমবারের মত কনফেডারেশনস কাপে কোপা আমেরিকা বিজয়ী চিলিকে হারিয়ে শিরোপা জয় করে নিল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
রোববার (২ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চূড়ান্ত ফাইনালে ১-০ গোলে চিলিকে হারায় জোয়াকিম লো'র দল। এর আগে গত বৃহস্পতিবার মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মহড়া হিসেবে পরিচিত টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করে জার্মানি।
মার্সেলো ডায়াজের ভুলে প্রথমার্ধে লার্স স্টিন্ডল এগিয়ে নেন জার্মানিকে। জার্মান সীমানায় প্রবেশ করে আরতুরো ভিদাল এবং অ্যাঞ্জেলো সাগালের দুইটা শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। গোলের দারুন সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হন তারা। সেইসাথে গোল অধরাই থেকে গেল চিলির।
এর আগে বুধবার গোলরক্ষক ক্লদিও ব্রাভোর চোখ ধাঁধানো পারফরম্যান্সে ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে উঠে চিলি। প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে ৩-০ গোলে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা।
ফাইনালেও ব্রাভোকে কৃতিত্ব দিতে হবে নইলে পরাজয়ের ব্যবধান বাড়তো। দারুন নৈপুণ্যে জার্মানির একাধিক আক্রমণ রুখে দিয়েছেন তিনি। এ ছাড়াও গোল করার মুহুর্তে ফরোয়ার্ড ও স্ট্রাইকারদের বারবার বিফলতায় ডুবিয়েছে চিলিকে। অ্যালেক্সিস সানচেজ, আরতুরো ভিদাল ও ভারগাস শুরুতে আক্রমণে দারুনভাবে সক্রিয়তা দেখালেও জার্মান গোলরক্ষক আন্দ্রেটের স্টেগেন রুখে দিয়েছেন সেসব প্রচেষ্টা।
একেবারেই নতুন এক ঝাঁক তরুণ খেলোয়াড়দের নিয়ে এ শিরোপা জয়ের মাধ্যমে আগামী বিশ্বকাপের আগে দারুন এক প্রস্তুতি সেরে ফেলল জার্মানি। সেইসাথে বিশ্বকাপ স্কোয়াডের জন্য সম্ভাবনাময় কয়েকজন তরুণের দ্বার খুলে গেল বলা যায়।