05/26/2025 পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু
odhikarpatra
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৩
নিহতরা হলেন- কলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপংকর (৩), পিয়ন্ত (৩), প্রমিলা রানী (৫৫), তারা রানী (২৪), সনেকা রানী (৬০), ফাল্গুনী রানী ( ৫৫), প্রমিলারানী (৭০), ধনবালা (৫৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী(৫০), খুশি রানী(৩৫), হাছান আলী (৫২), উশোশী (৫), তনুশী (৩), শ্রেয়সী (৫), প্রীয়ন্তী (৪), বিলাশ(৭), দুইজন শিশুর অজ্ঞাত।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান- রোববার দুপুরে উপজেলার বড় শশী ইউনিয়নের বদেশ^রী মন্দিরের শুভ মহালয়া অনুষ্ঠান শেষ করে সনাতন ধমালম্বী প্রায় শতাধিক মানুষ নিয়ে ডিজেল চালিত নৌকায় উঠলে করতোয়া নদীর মাঝ পথে মানুষের ভারে নৌকাটি পানিতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের লাশ উদ্ধার করে, বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। এ রিপোট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসক জানান- লাশ সৎকারের জন্য এখন প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। আগামীকাল আরো ১ লাখ টাকা করে দেয়া হবে। আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।