04/22/2025 সাউথ এশিয়া অনুর্ধ্ব-১৫ ব্যাডমিন্টনে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
odhikarpatra
১ অক্টোবর ২০২২ ০৮:৩৩
আজ অনুষ্ঠিত ফাইনালে সিফাত- মুস্তাকিম জুটি স্বাগতিক ভারতের অভিনব-কুন্দিলিয়া প্রতীককে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নেপালের দুই শাটলার শাহিল ও কবির কেসিকে হারিয়ে গতকাল ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের সিফাত ও মুস্তাকিম।
ব্যাডমিন্টন এশিয়ার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের শাটলাররা অংশ নেয়।