04/20/2025 মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিপ্রায় সরকারের নেই : মোমেন
odhikarpatra
১১ অক্টোবর ২০২২ ০৭:৩২
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা মানবাধিকার রক্ষার ব্যাপারে সংবেদনশীল। আমরা কারও মানবাধিকার লঙ্ঘন দেখতে চাই না।’
বাংলাদেশ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুন্ন করছে বলে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, এইচআরডব্লিউ প্রতিবেদন সম্পর্কে তিনি অবহিত নন।
ড. মোমেন বলেন, কেউ যদি মানবাধিকারের নামে সম্পদ ভাংচুর, অগ্নিসংযোগ, এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলার চেষ্টা করে, সেক্ষেত্রে এ ধরনের কর্মকান্ড প্রতিহত করার জন্য সরকারের ওপর অর্পিত দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, জনগণের সম্পদ ও অধিকার রক্ষা এবং মানবাধিকার রক্ষার জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।