04/20/2025 সারাদেশে ২৪ ঘন্টায় ৭৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
odhikarpatra
১৬ অক্টোবর ২০২২ ০৭:৪৫
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৬৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ হাজার ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৭ হাজার ৯২৪ জন, ঢাকার বাইরে ৬ হাজার ৪০২ জন।
অন্যদিকে,ছাড়প্রাপ্ত রোগী ছিল ২১ হাজার ৩৪৮ জন। এরমধ্যে ঢাকায় মোট ১৫ হাজার ৮৮১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ৪৬৬ জন।