04/19/2025 সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু
odhikarpatra
১৭ অক্টোবর ২০২২ ০২:৫৪
আজ সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। অপর চার বিচারপতি হলেন, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। সকাল সাড়ে ৯টার পর বিরতিতে যান আপিল বিভাগ।
এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিমকোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সৌজন্য সাক্ষাত শেষে বেলা দেড়টা থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ টি বেঞ্চে শুনানি শুরু হয়েছে। আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে আজ রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১৬৫৮টি মামলা রয়েছে