04/28/2025 ভারতের উত্তর প্রদেশগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৫, আহত ৩৫
odhikarpatra
২৩ অক্টোবর ২০২২ ০১:৪২
ওই কর্মকর্তা জানান, তেওঁথার শহরের কাছে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেওয়ার কালেক্টর মনোজ পুষ্প বলেন, ‘বাসটি হায়দ্রাবাদ থেকে গোরখপুর যাওয়ার সময় এটি সোহাগী ঘাটি এলাকার কাছে জাতীয় মহাসড়ক (এনএইচ) ৩০-এ একটি বাসের সাথে ধাক্কা খায়।’
রেওয়া জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়।
তেওঁথার থেকে রেওয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়। পরে রেওয়ার ওই হাসপাতালে আহত আরো একজনের মৃত্যু হয়।
ফলে এ দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয় ও ৩৫ জনের বেশি আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা সোহাগী থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাসটির অধিকাংশ যাত্রী শ্রমিক ছিল। তারা দিপাবলি অনুষ্ঠানের জন্য বাড়ি যাচ্ছিল।