11/01/2025 অগ্নিকান্ডে নোয়াখালীতে পুড়ে গেছে ৮টি দোকান
odhikarpatra
৯ November ২০২২ ০৯:৩৮
স্থানীয় সূত্রে জানা যায়, সোলেমান ফার্মেসিতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকানগুলো পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুড়ি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু তার আগেই আগুনে দুটি ফার্মেসি, একটি হার্ডওয়্যার দোকান, একটি সাইকেল পার্টসের দোকান, একটি চা দোকানসহ আটটি পুড়ে ছাই হয়ে যায়।
চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।