04/25/2025 শক্তিশালী ভূমিকম্পে নেপালে ৬ জনের মৃত্যু
odhikarpatra
১০ নভেম্বর ২০২২ ০৫:১৬
নেপালের একেবারে পশ্চিমাঞ্চলের দোতি জেলায় বুধবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। দোতির প্রধান জেলা কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা সিনহুয়াকে বলেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ শ্রেষ্ঠা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাপতাদ ন্যাশনাল পার্ক এলাকায়। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। নেপাল হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১৫ সালে দেশটিতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।