05/11/2025 ২১শ’ সাল নাগাদ ইউরোপে গরমে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে : ইইএ
odhikarpatra
১০ নভেম্বর ২০২২ ০৫:৩৮
কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে। ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) এ কথা বলেছে। সংস্থাটি আরো বলছে, অভিযোজন পদক্ষেপ ছাড়া এবং ২১শ’ সাল নাগাদ বৈশি^ক উষ্ণতা ৩ ডিগ্রি সেলসিয়াসের প্রেক্ষিতে তীব্র গরমে ইউরোপে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে। ইইএ বলছে, তবে বৈশি^ক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেসিয়াস রাখা গেলে বার্ষিক মৃত্যু ৩০ হাজার কমানো যাবে। বিশে^র বিভিন্ন দেশ পৃথিবীর উষ্ণতা প্রাক শিল্পস্তরের ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখার অঙ্গীকার করেছে। কিন্তু কার্বন নিঃসরনের যে ধারা চলছে তাতে এ লক্ষ্য পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। সংস্থাটি বলছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত তীব্র গরমে ১ লাখ ২৯ হাজার ইউরোপীয় মারা গেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন তাবদাহ ও নগরায়ন বেড়ে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে বিশেষ করে এ মহাদেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা আরো বেড়ে যাবে। বিশ^ স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, ইউরোপে চলতি বছর গরমে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে। ইইএ বলছে, ইউরোপের প্রেক্ষাপটে তীব্র গরম আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত সকল মৃত্যু প্রতিরোধ সম্ভব।