04/25/2025 গাড়িবোমা বিষ্ফোরণে থাইল্যান্ডের দক্ষিণে ১ জন নিহত
odhikarpatra
২৩ নভেম্বর ২০২২ ০৯:২৭
২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণে স্থানীয় পর্যায়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।
নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন এএফপিকে বলেছেন, একজন সন্দেহভাজন গাড়িটি ফেলে যাওয়ার আগে গাড়িটি চালিয়ে পুলিশ অবাসনের সামনে নিয়ে আসে। গাড়িটি পার্ক করার পরপরই একটি বোমা বিস্ফোরিত হয়। গভর্নর বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং সম্ভাব্য উদ্দেশ্যগুলি তদন্ত করছে।
তিনি বলেন, বিস্ফোরণে একজন নিহত ও ২৮ জন আহত হয়েছে।এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সেপ্টেম্বরে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন।