04/19/2025 ভয়াবহ অগ্নিকান্ডে চীনের মধ্যাঞ্চলে কারখানায় ৩৬ জন নিহত
odhikarpatra
২৩ নভেম্বর ২০২২ ১০:০৯
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার দুপুরের পর চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের অ্যানিয়াং সিটির একটি কারখানায় এ অগ্নিকা- ঘটে। সংস্থাটি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
খবরে বলা হয়, নিরাপত্তা আইন পুরোপুরি মেনে না চলার কারণে চীনে শিল্প দুর্ঘটনা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০১৯ সালের মার্চ মাসে চীনের গুরুত্বপূর্ণ নগরী সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬১ মাইল) দূরে অবস্থিত ইয়ানচেংয়ে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় অনেক ঘরবাড়ি ধ্বংস হয়।
২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছি।