04/19/2025 জনগনকে ব্লাফ দেবার জন্য বিএনপি পল্টনে সমাবেশ করতে চায় ঃ তোফায়েল আহমেদ
odhikarpatra
৪ ডিসেম্বর ২০২২ ০৮:০০
আজ ২৩ বি বি এভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্ম বার্ষীকি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জাতীয় নেতা তোফায়েল আহমেদ এমপি, ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ না করার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আজকে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সভা করবে না। তারা বলছে পল্টনে সভা করবে। পল্টনে করার মানে হচ্ছে, বিএনপি অফিসের সামনে ১০-২০ হাজার লোক হলেই ভরে যায়। তখন বলতে পারবে লক্ষ লক্ষ লোক হয়েছে। ব্লাফ দেবার জন্য বিএনপি এটা করতে চায়।”
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “এই যে তারা একটা সমাবেশ করবে তারা বিশৃঙ্খলা করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। যুবলীগের কর্মীরা সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন যে কেউ যাতে আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এই যে আমাদের কর্ণফুলী টানেল, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, পায়রা বন্দর। এই উন্নয়নমূলক কাজগুলোকে ক্ষতি করার জন্যই এমন শুরু করেছে।”
বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা বলেন, “ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেক দিন সরকারের পতন ঘটায়। পতন শব্দটা এতবার উচ্চারণ করেছে, কথায় কথায় সরকারের পতন। সরকারের পতন কী এত সহজ।
“এই সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল পর্যন্ত একটা সংগঠন- যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু। এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এখন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।“
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকবেন যাতে কেউ যেন দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমরা রেসকোর্স ময়দান ছেড়ে দিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন ছিল সেটা এগিয়ে আনা হয়েছে। কিন্তু তারা পল্টনেই করবে কারণ সেখানে কম লোক হলে বেশি লোক দেখায়।